
প্রকাশিত: Wed, Feb 8, 2023 4:34 PM আপডেট: Tue, Apr 29, 2025 11:00 PM
৫০ প্রতিষ্ঠানের সবাই ফেল, দেশসেরা কুমিল্লা বোর্ড, কমেছে পাসের হার ও জিপিএ ৫, পাসের হারে এগিয়ে মাদ্রাসা জিপিএ ৫-এ শীর্ষে ঢাকা
শাহাজাদা এমরান: পাসের হার ৯০.৭২, অন্য সব বোর্ডকে পিছে ফেলে শীর্ষস্থানে কুমিল্লা শিক্ষা বোর্ড।
এই বোর্ডে এবার পরীক্ষা দিয়েছেন ৮৫ হাজার ৮৮০ শিক্ষার্থী। পাস করেছেন ৭৭ হাজার ৯০৭ জন। পাসের হার ৯০.৭২ আর জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ৪০৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ২০২২ সালে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে। শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠান আর ৫টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। পাস না করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২টি ফেনী, ২টি ব্রাহ্মণবাড়িয়া এবং ১টি চাঁদপুরের। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসরজামাল নাসের বলেন, পুরো বোর্ডের সব কলেজের ফল ভালো হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান বলেন, আমাদের লক্ষ্য শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ভালো করে পড়াশোনা করিয়ে একটি ভালো ফলাফল অর্জন করা। গেলবার থেকে এবার পাসের হার কমের বিষয়ে তিনি বলেন, ২০২১ সালে পরীক্ষা হয়েছে ৩ বিষয়ে। আর ২০২২ সালে হয়েছে সব বিষয়ে। সুতরাং পাসের হারতো কিছুটা কমতেই পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
খালিদ আহমেদ: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার পাসের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে। ২০২১ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬। ২০২২ সালে ৮৫ দশমিক ৯৫ শতাংশ। পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ।
এ ছাড়া ২০২১ সালে জিপিএ ৫ ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। আর এবার ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। জিপিএ ৫ কমেছে ১২ হাজার ৮৮৭। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছাত্রীরা
খালিদ আহমেদ: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ছাত্রদের থেকে ছাত্রীদের পাসের হার বেশি। জিপিএ-৫ প্রাপ্তিতেও ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা। উচ্চমাধ্যমিকে এবার ১০ লাখ ১১ হাজার ৯৮৭ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ২৪৪ জন ছাত্র এবং ৪ লাখ ৯৬ হাজার ৭৪৩ জন ছাত্রী। ছাত্রীদের পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে এবার ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।এদের মধ্যে ৯৫ হাজার ৭২১ জন ছাত্রী এবং ৮০ হাজার ৫৬১ জন ছাত্র। এই হিসাবে ছাত্রদের চেয়ে ১৫ হাজার ১৬০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
খালিদ আহমেদ: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, পাসের হারে সবচেয়ে এগিয়ে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সর্বোচ্চ জিপিএ ৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড
মোট জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জন। মাদ্রাসায় ৯ হাজার ৪২৩ জন এবং কারিগরিতে জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ১০৪ জন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
খালিদ আহমেদ: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৫০টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই পরীক্ষায় ৫টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। সেই হিসাবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৫টি। এবার ঢাকা বোর্ডের ৮টি, রাজশাহীর ৯টি, কুমিল্লার ৫টি, যশোরের ৬টি, দিনাজপুরের ১৩টি, ময়মনসিংহের ৩টি, মাদ্রাসা বোর্ডের ৪টি এবং কারিগরি বোর্ডের ২টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বোর্ডে শতভাগ ফেল করা কোনো প্রতিষ্ঠান নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার
[১]সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত
[১]শিশুরা গরমে কাহিল স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবকদের
[১]স্কুল কলেজ খুলছে আজ, প্রাথমিকের জন্য বিশেষ নির্দেশনা [২] অ্যাসেম্বলি ও প্রাক-প্রাথমিকের ক্লাস আপাতত বন্ধ থাকবে
[১]এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩০ জুন
[১]জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যা, ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

[১]এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার

[১]সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

[১]শিশুরা গরমে কাহিল স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবকদের

[১]স্কুল কলেজ খুলছে আজ, প্রাথমিকের জন্য বিশেষ নির্দেশনা [২] অ্যাসেম্বলি ও প্রাক-প্রাথমিকের ক্লাস আপাতত বন্ধ থাকবে

[১]এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩০ জুন
